ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিশ্বকাপে বিরাটের সঙ্গে স্টেডিয়ামে থাকছেন না আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
বিশ্বকাপে বিরাটের সঙ্গে স্টেডিয়ামে থাকছেন না আনুশকা বিরাট-আনুশকা

আগামী জুন থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপ। প্রথমবার বিরাট কোহলির নেতৃত্বে এবার ক্রিকেট বিশ্বকাপ অভিযানে নামবে ভারত।

এবারের বিশ্বকাপ আসরে কোহলির সঙ্গে স্টেডিয়ামে থাকছেন না আনুশকা শর্মা। কারণ একটাই, যাতে কোহলির মনঃসংযোগে ব্যাঘাত না ঘটে।

ক্রিকেটেই যেনো তিনি মনোনিবেশ থাকেন, সেজন্য দুজনে মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, আনুশকা কোহলির সঙ্গে ইংল্যান্ডে যাবেন। কিন্তু স্বামীর সঙ্গে স্টেডিয়ামের ভেতরে যাবেন না। গেলেও তিনি আলাদাভাবে যাবেন, কোহলির সঙ্গে না। ভারতের খেলার দিন নিজের গাড়িতে স্টেডিয়ামে যাবেন। আর স্টেডিয়ামে আসা-যাওয়ার ব্যয়ভার নিজেই বহন করবেন আনুশকা।

জানা গেছে, বিশ্বকাপ চলাকালে সংবাদমাধ্যমের নজর এড়িয়ে চলতে চান আনুশকা। কারণ, তিনি চান না- কোনো কারণে যাতে খেলা থেকে কোহলির মনোযোগে ব্যাঘাত ঘটে।

এর আগে ২০১৫ বিশ্বকাপে কোহলির সঙ্গে মাঠে ছিলেন আনুশকা। সেমিফাইনালে কোহলির খারাপ খেলার দায় পড়েছিলো আনুশকার কাঁধে। মানে, তাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিলো। যে কারণে বিরাট-আনুশকা দম্পতি মিলে এবার এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আর এবার বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ভারত। তাই আনুশকা মনে-প্রাণে চাইছেন তার স্বামীর নেতৃত্বে যেনো ভারত এবারের বিশ্বকাপ জেতে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।