ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘শার্লক হোমস থ্রি’র মুক্তি এক বছর পেছালো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
‘শার্লক হোমস থ্রি’র মুক্তি এক বছর পেছালো রবার্ট ডাউনি জুনিয়র ও জুড ল

দুর্ধর্ষ গোয়েন্দা শার্লক হোমস আবারও হাজির হতে যাচ্ছেন সিনেমার পর্দায়। আসছে ‘শার্লক হোমস’ সিরিজের তৃতীয় কিস্তি। গত বছর প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ও ভিলেজ রোড শো থেকে অনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়।

তখন ২০২০ সালের বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর ‘শার্লক হোমস থ্রি’ মুক্তির ঘোষণা দেওয়া হয়। তবে শার্লক হোমস ভক্তদের জন্য অপেক্ষার সময় বাড়ছে।

পূর্ব নির্ধারিত তারিখে এটি মুক্তি পাচ্ছে না।

এক বছর পিছিয়ে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের শেষের দিকে। সম্প্রতি এমনটিই জানানো হয়েছে।

গাই রিচি পরিচালিত ‘শার্লক হোমস থ্রি’তে ফের রবার্ট ডাউনি জুনিয়র ও জুড ল’কে যথাক্রমে শার্লক হোমস ও জন ওয়াটসনের চরিত্রে দেখা যাবে।

‘শার্লক হোমস’র প্রথম কিস্তি মুক্তি পায় ২০০৯ সালে। এরপর ২০১১ সালে আসে সিক্যুয়েল ‘শার্লক হোমস: অ্যা গেম অব শ্যাডোজ’।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।