ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বৈশাখ নিয়ে কুমার বিশ্বজিৎ’র নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
বৈশাখ নিয়ে কুমার বিশ্বজিৎ’র নতুন গান কুমার বিশ্বজিৎ

বাংলা সনের প্রথম মাস বৈশাখ নিয়ে গান বাঁধলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। বিপ্লব সাহার কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

গানটির কথা-‘নতুন দিনের নতুন রঙ-এ/ সবার মন দুলে যায়/চারিদিকে রঙের খেলা/ গানে ছন্দ খুঁজে পায়’।

কুমার বিশ্বজিৎ বলেন, দেশীয় ঐতিহ্য ও উৎসবের গান এটি।

গানটির কথা বর্ণিল। এতে বাংলাদেশের ষড়ঋতুর কথা বলা হয়েছে। বৈশাখ ছাড়াও যে কোন উৎসবে গানটি ব্যবহার করা যাবে।

গানটির প্রযোজক ও গীতিকবি বিপ্লব সাহা বলেন, গানের কথায় বাংলার ‍সুর-নদী, ফুল-লতা-পাতা প্রকৃতির পাশাপাশি বাংলার তাঁত-তাঁতি, রঙ, সুতা’র কথা উল্লেখ করা হয়েছে। কেননা তাঁতের কথা, তাঁতির কথা, রঙ, সুতো, বুননের কথা আমাদের গানগুলোতে পাওয়া যায় না।

ফ্যাশন হাউজ বিশ্বরঙ’র থিম সং হিসেবে গানটি ব্যবহৃত হবে। কণ্ঠ দেয়ার পাশাপাশি এর ভিডিওতেও দেখা যাবে কুমার বিশ্বজিৎ’কে।   আরও পারফর্ম করবেন ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, মনোজ কুমার, নাবিলা, মডেল আসিফ খান, শাহেদ ফারহানসহ এক ঝাঁক র‌্যাম্প মডেল।

জানা যায়, খুব শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।