ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

২০০ কোটির ঘরে অজিতের সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
২০০ কোটির ঘরে অজিতের সিনেমা অজিত কুমার

ভারতের তামিল অভিনেতা অজিত কুমারের নতুন সিনেমা ‘ভিসাওয়াসাম’ বক্স অফিসে সাড়া ফেলেছে। রজনীকান্ত অভিনীত ‘পেত্ত’র বিপরীতে মুক্তি পেয়েও সিনেমাটি আয় করে নিয়েছে ২০০ কোটি রুপি।

তামিল সিনেমার বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানান, ‘ভিসাওয়াসাম’ বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ২০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে শুধু তামিলনাড়ু থেকে এর আয় ১৪৯ কোটি রুপি।

এছাড়া অন্যান্য রাজ্য থেকে ১৮ কোটি এবং ভারতের বাইরে থেকে ৪৩ কোটি রুপি ঘরে তুলে নিয়েছে।

গত ১০ জানুয়ারি ‘ভিসাওয়াসাম’ মুক্তি পায়। শুরু থেকেই সিনেমাটি দর্শকদের সাড়া পাচ্ছিল। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এটি তামিলের অন্যতম একটি ব্লকবাস্টার সিনেমা হিসেবে বক্স অফিস মাতাচ্ছে।

সিনেমাটি পরিচালনা করেছেন শিবা। এই নির্মাতার সঙ্গে অজিতের এটি চতুর্থ সিনেমা।

যদিও ‘ভিসাওয়াসাম’ মুক্তির পর অনলাইনে পাইরেসির শিকার হয়। তবে তা বক্স অফিসে তেমন প্রভাব ফেলেতে পারেনি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।