ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিরুলিয়ায় পরিচালক সমিতির বনভোজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
বিরুলিয়ায় পরিচালক সমিতির বনভোজন পরিচালক সমিতির সদস্যরা

নবীন-প্রবীণ নির্মাদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন। শুক্রবার (০৮ মার্চ) তুরাগ নদীর তীর ঘেষা বিরুলিয়া এলাকার একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে চলছে এ আয়োজন।

পরিচালক সমিতির ৩৬১ জন সদস্য তাদের পরিবার নিয়ে এতে অংশ নিচ্ছেন। পাশাপাশি অভিনেতা, অভিনেত্রী, চিত্রগ্রাহক, সহকারী পরিচালকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে উপস্থিত হচ্ছেন।

বনভোজনে সুচন্দাসহ অন্যান্যরা

পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা বাংলানিউজকে বলেন, প্রতি বছর পরিচালক সমিতির বনভোজনে চলচ্চিত্রের মানুষদের মিলনমেলা হয়। এবার আমরা প্রায় ২ হাজার মানুষের আয়োজন করেছি। যারা সারা বছর মানুষকে বিনোদন দেওয়ার কাজ করেন, এ দিনটায় তারা সবাই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আনন্দে মেতে উঠেন।

বিকেলে বনভোজন উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়িকা আঁচল, অধরা খান মৌমিতা মৌ, চিত্রনায়ক আসিফ নূর নেচে মঞ্চ মাতাবেন। এছাড়া এ আয়োজনে সঙ্গীতশিল্পী রবি চৌধুরী, কর্ণিয়া ও ঐশীসহ বেশ কয়েকজন কণ্ঠশিল্পী গান পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
জেআইএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।