ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আসছে ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
আসছে ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’ শ্যামল মওলা-মন্দিরা- লুৎফর হাসান

লুৎফর হাসানের নতুন গান ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’। নির্মিত হয়েছে এর গল্পনির্ভর ভিডিও। এতে অভিনয় করেছেন শ্যামল মওলা-মন্দিরা চক্রবর্তী। দেখা যাবে লুৎফর হাসানকেও।

গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। গাওয়ার পাশাপাশি সুর  লুৎফর হাসানের।

সঙ্গীতায়োজনে আমজাদ হোসেন। ভিডিও তৈরি করেছেন আল মাসুদ।  

শনিবার (৯ মার্চ) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

গানটি নিয়ে লুৎফর ও অলি কাজ করছেন অনেকদিন থেকেই। জানা যায়, গানটি সেই ঘুড়ির সময় থেকেই দুজনের প্রিয়। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ গানটি শুনেই মুগ্ধতা প্রকাশ করেন। শুধু তাই না, একবার শুনেই তিনি গুনগুন করে গাইলেন গানটা। জানালেন, লুৎফর হাসান।  

তিনি আরও জানান, এই গানটি সব শ্রেনীর শ্রোতাদের মনে ভালোলাগা তৈরি করবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।