ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মুখ ঢেকে মুম্বাই বিমানবন্দরে ইরফান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
মুখ ঢেকে মুম্বাই বিমানবন্দরে ইরফান খান ইরফান খান

ফেব্রুয়ারি মাসে লন্ডন থেকে নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা শেষে ভারত ফিরেছেন বলিউড তারকা ইরফান খান। দেশে ফেরার পর এখন অনেকটাই সুস্থ তিনি। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে নতুন সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতিও নিচ্ছেন।

তবে ভারত ফেরার পর এখন পর্যন্ত ইরফান খানকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি নিজেও কোন ছবি শেয়ার করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ইরফান খানএদিকে শনিবার (০৯ মার্চ) মুম্বাই বিমানবন্দরে ইরফান খানকে হাজির হতে দেখা গেছে। তবে তিনি নিজেকে সবার কাছ থেকে আড়াল করতে কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। কিন্তু পাপারাজ্জির চোখ এড়াতে পারেননি নন্দিত এই তারকা। মুখ ঢাকা অবস্থাতেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ইরফান খান তখন মুম্বাই ত্যাগ করছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।