ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

হাবিব মিউজিক লাউঞ্জের দ্বিতীয় গান লিজার কণ্ঠে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
হাবিব মিউজিক লাউঞ্জের দ্বিতীয় গান লিজার কণ্ঠে লিজা-হাবিব

গান প্রকাশে নতুন উদ্যোগ নিয়েছেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। এখন থেকে প্রতি মাসে ‘হাবিব মিউজিক লাউঞ্জ’ থেকে ভিন্ন ভিন্ন শিল্পীদের কণ্ঠে নিজের সুর-সঙ্গীতায়োজনে একটি করে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন হাবিব।

এই যাত্রার শুরুটা করেছিলেন হাবিব ফিচারিং পড়শীর ‘আবাহন’ গানের মাধ্যমে। এবার আসছে লিজার কণ্ঠে ‘হাবিব মিউজিক লঞ্জ’র দ্বিতীয় গান ‘এক যমুনা’।

গানটির কথা লিখেছেন ফৌজিয়া সুলতানা পলি।

‘আবাহন’ গানের ধারাবাহিকতায় ‘এক যমুনা’ গানটিও স্টুডিও ভার্সন ভিডিওতে প্রকাশ পাবে। গানটি বুধবার (১৩ মার্চ) রাত ৮টায় হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে। ভিডিও নির্মাণে রবাবরের মতো ‘এইচডব্লিউ’ টিম।

লিজা-হাবিব

এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বাংলানিউজকে বলেন, ফেব্রুয়ারিতে প্রকাশ করেছিলাম ‘আবাহন’ গানটি। মার্চে ছাড়ছি ‘এক যমুনা’। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে প্রতি মাসে একটা করে গান প্রকাশ করতে চাই। তবে সব গান স্টুডিও ভার্সন ভিডিওতে ছাড়বো- তা কিন্তু না। কিছু গান গল্পনির্ভর ভিডিওতে প্রকাশ করবো।

এদিকে আসছে বৃহস্পতিবার (১৪ মার্চ) ৫দিনের সফরে নেপাল যাচ্ছেন হাবিব। সেখানে মিউজিক ভিডিওর জন্য লোকেশন দেখবেন তিনি। আর ব্যাটে-বলে মিলে গেলে এ যাত্রায় নতুন গানের ভিডিও করতে পারেন বলেও জানান হাবিব।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।