ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জুনিয়র এনটিআর ও রাম চরণের নায়িকা হচ্ছেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জুনিয়র এনটিআর ও রাম চরণের নায়িকা হচ্ছেন আলিয়া ভাট রাম চরণ, আলিয়া ভাট ও জুনিয়র এনটিআর

ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘গালি বয়’র সাফল্যের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন অভিনেত্রী আলিয়া ভাট। কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের দক্ষিণের ‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস. এস. রাজামৌলির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। কিন্তু এ নিয়ে এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

তবে সম্প্রতি সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর এস. এস. রাজামৌলির পরবর্তী বিগ বাজেটের সিনেমায় প্রধান দুইটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণকে। আর তাদের বিপরীতেই অভিনয় করবেন আলিয়া ভাট।

সূত্র বলেন, ‘গালি বয়’তে আলিয়ার দুর্দান্ত অভিনয় দেখে জুনিয়র এনটিআর ও রাম চরণের বিপরীতে সিনেমাটির প্রধান নারী চরিত্রের জন্য তাকে চূড়ান্ত করা হয়েছে। এবারই প্রথম আলিয়া এই টিমের সঙ্গে কাজ করতে যাচ্ছেন।

তবে এই বিষয়ে আলিয়া ভাট এখনো মুখ খোলেননি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।