ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আসছে শাহরুখের ‘ডন থ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আসছে শাহরুখের ‘ডন থ্রি’ শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান গত বছর ‘জিরো’ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন। সিনেমাটি ভালো ব্যবসা না করায় সমালোচনার মুখে পড়েন তিনি। কিন্তু তবুও থেমে নেই ৫৩ বছর বয়সী এই অভিনেতা। বর্তমানে তিনি কাজ করছেন বেশকিছু প্রজেক্ট নিয়ে। এর মধ্যে একটি হচ্ছে ‘ডন থ্রি’।

বেশ কয়েক বছর আগে সিনেমাটির ঘোষণা এলেও এখনো শুটিং শুরু হয়নি। তবে নির্মাতা জানালেন, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

‘ডন থ্রি’র প্রযোজক রিতেশ সিদ্ধওয়ানি বলেন, আমরা এখনো সিনেমাটি নিয়ে কাজ করছি। তবে কবে শুরু হচ্ছে সেটি নির্দিষ্ট করে বলতে পারছি না। এটি ফ্র্যাঞ্চাইজির প্রতীক্ষিত একটি সিনেমা, তাই আমরা ভক্তদের নিরাস করতে চাই না।

সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় করার কথা শোনা গিয়েছিল। তবে এই নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।