ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নাটকের পর মিউজিক ভিডিওতে সাগর-আইরিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
নাটকের পর মিউজিক ভিডিওতে সাগর-আইরিন সাগর ও আইরিন

গত বছর রোজার ঈদে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘রক্তের রঙ লাল’ নাটকে প্রথম জুটে বেঁধে অভিনয় করেন অভিনেতা সাগর আহমেদ ও অভিনেত্রী আইরিন আফরোজ। এবার তারা একসঙ্গে প্রথমাবার মিউজিক ভিডিওতে কাজ করলেন।

সোমবার (১২ মার্চ) ‘তোমার অপেক্ষায়’ শিরোনামের গানের শুটিংয়ে অংশ নেন সাগর-আইরিন। গানটির কথা, সুর ও কণ্ঠ নাদিমের।

ভিডিও নির্দেশনা দিয়েছেন আহমেদ জিহাদ।

এ প্রসঙ্গে সাগর আহমেদ বাংলানিউজকে বলেন, ‘আইরিন আর আমার আগের কাজটিতে দর্শকের ভালো সাড়া পেয়েছিলাম। নতুন কাজটি করতে গিয়ে দারুণ উপভোগ করেছি। ভিডিও গল্পটা খুব সুন্দর, সবার ভালো লাগবে। আশা করছি এ কাজটি দেখেও দর্শক তৃপ্ত হবেন।

নির্মাতা সূত্রে জানা যায়, খুব শিগগিরই ইউটিউবে ‘তোমার অপেক্ষায়’ মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।