ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

মামুনের নতুন গানচিত্র ‘নেই কিছু আর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
মামুনের নতুন গানচিত্র ‘নেই কিছু আর’

নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মামুন। ‘নেই কিছু আর’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মোহাম্মদ মিলনের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে ‘নেই কিছু আর’ গানচিত্রটি প্রকাশিত হয়েছে। অন্তর হাসানের নির্দেশনায় ভিডিওতে মডেল হয়েছেন নিলয় ও শেলী।

ইয়াসিন বিন আরিয়ানের চিত্রগ্রহণে গানটির সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন মাহফুজ নাঈম।  

নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী মামুন বলেন, ‘নেই কিছু আর’ গানটি মূলত এ সময়ে শ্রোতাদের চাহিদার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। আশা করছি কেউ নিরাশ হবেন না। গানের সঙ্গে ভিডিও সবাইকে মুগ্ধ করবে।  

এদিকে এ বছর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা গেছে মডেল নিলয়কে। নতুন গানচিত্র নিয়ে তিনি বলেন, এই গানটি আমার খুব প্রিয়। রোমান্টিক আবহে গানটির ভিডিওটি খুব ভালো লেগেছে। দর্শক-শ্রোতারা আনন্দ পাবেন।

***'নেই কিছু আর' গানচিত্র

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।