ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

অভিষেক বচ্চনকে নিয়ে মুখ খুললেন রানি মুখার্জি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
অভিষেক বচ্চনকে নিয়ে মুখ খুললেন রানি মুখার্জি! রানি-অভিষেক

অভিষেক বচ্চনকে দেখা যাবে না ‘বান্টি অউর বাবলি’র সিক্যুয়েলে। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মের ব্যানারে ‘বান্টি অউর বাবলি টু’তে রানির মুখার্জির বিপরীতে এবার অভিনয় করবেন সাইফ আলি খান৷ কিন্তু সিনেমাটির সিক্যুয়েলে কেনো পুরনো জুটিকে রাখা হলো না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন৷

সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন রানি মুখার্জি৷ রানির বক্তব্যকে টুইট করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ৷ তার টুইট থেকে জানা যায়, ‘বান্টি অউর বাবলি টু’র জন্য রানি এবং অভিষেক বচ্চন দুজনকেই অভিনয়ের জন্য নির্বাচন করা হয়৷ কিন্তু অভিষেকের সঙ্গে বেশ কিছু বিষয়ে মতবিরোধ হওয়ায়, শেষ পর্যন্ত এই সিনেমা থেকে সরে দাঁড়ান অভিষেক৷ তার সরে দাঁড়ানোর পরই এর জন্য নেওয়া হয় সাইফ আলি খানকে৷ সাইফ-রানির সঙ্গে ‘বান্টি অউর বাবলি টু’তে থাকছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী৷

ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে রানি মুখার্জির বন্ধুত্বের কথা প্রায় সবারই জানা৷ কিন্তু ‘চলতে চলতে’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই নাকি ঐশ্বর্যের সঙ্গে রানির সম্পর্কের অবনতি হতে শুরু করে৷ ওই সময় শাহরুখ খানের সঙ্গে ঐশ্বরিয়ার স্ক্রিন শেয়ার করার কথা ছিল৷ কিন্তু সালমন খানের সঙ্গে ঐশ্বর্যের বিচ্ছেদের পর তাকে নিয়ে কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন শাহরুখ৷ ঐশ্বর্যের জায়গায় নিয়ে আসা হয় রানিকে৷ ওই ঘটনার পর থেকেই রানির সঙ্গে ঐশ্বর্যের সম্পর্কের অবনতি হয়৷

এছাড়া অভিষেক বচ্চনের সঙ্গে এক সময় রানি মুখার্জি সম্পর্কে জড়িয়ে পড়েন বলেও শোনা যায়। ফলে অভিষেকের সাবেক বান্ধবীর সঙ্গে পরবর্তীকালে আর সেভাবে কোনো সম্পর্ক রাখতে আগ্রহ দেখাননি বচ্চন বাড়ির পুত্রবধূ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।