ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

বিজেপির সমর্থক বলে দিশাকে কটাক্ষ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
বিজেপির সমর্থক বলে দিশাকে কটাক্ষ! দিশা পাটানি

বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল (সিএবি) পাস হওয়াকে ঘিরে দুভাগে বিভক্ত হয়েছে ভারত। ১০ ডিসেম্বরের পর থেকে এখনো পর্যন্ত বিক্ষোভে উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য। এরই মধ্যে আচমকাই কড়া সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।

সম্প্রতি একটি সংস্থার বিজ্ঞাপনের মডেল হন দিশা। যেখানে বিকিনি পরা অবস্থায় দেখা যায় তাকে।

দিশার ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় সমালোচনা। গোটা দেশ যখন নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব, তখন দিশা কীভাবে ওই ধরনের ছবি শেয়ার করেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

দিশার ছবি দেখে অনেকে তাকে ক্ষমতাসীন দল বিজেপির সমর্থক বলে মন্তব্য শুরু করেন। তাদের দাবি, এনআরসি এবং সিএএ থেকে নজর ঘোরাতেই দিশাকে দিয়ে ওই ধরনের ফটোশুট করানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।