ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

শিল্পকলায় থিয়েটার আর্ট ইউনিটের ‘গোলাপজান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
শিল্পকলায় থিয়েটার আর্ট ইউনিটের ‘গোলাপজান’ নাটক ‘গোলাপজান’র একটি দৃশ্য

থিয়েটার আর্ট ইউনিটের অন্যতম প্রযোজনা ‘গোলাপজান’। আবু তাহের’র গল্পে এর নাট্যরূপ ও নির্দেশনায় এস এম সোলায়মান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সিপেরিমেন্টাল হলে হবে নাটক ‘গোলাপজান’র প্রদর্শনী।

নাটকটি আদি ঢাকার জীবন-জীবিকার স্মৃতিময় উচ্চারণ।

৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার এক সাধারণ নারী গোলাপজান পরম মমতার সঙ্গে বর্ণনা করেছেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে পৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনী।  

বিশ শতকের মধ্যভাগে রাজধানী ঢাকা শহরের শ্রমজীবি একজন নারীর ধনবাদী সমাজ ব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে উঠার কাহিনী ‘গোলাপজান’।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।