ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

বিটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
বিটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন ‘পপ টিউন’ অনুষ্ঠানে শিল্পীরা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি’র) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন ‘পপ টিউন’। 

বুধবার (২৫ ডিসেম্বর) বিটিভির জন্মদিন। দিনটিতে পপ টিউন অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিটিভির জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত কালের জনপ্রিয় পপ সংগীত নিয়ে।

 

গান ও আড্ডায় মুখরিত অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন সুমন সাহা। মনিরুল হাসানের প্রযোজনায় ও ফোয়াদ নাসের বাবুর সংগীত পরিচালনায় পপ টিউনে সংগীত পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, কাজী হাবলু, নাসিম আলী খান, মেহরীন, রমা, লুমিন, সুমন, সুজন আরিফ, সাব্বির ও রুমন।  

প্রয়াত সংগীতশিল্পী আজম খান, পিলু মমতাজ, লাকী আখান্দ, হ্যাপী আখন্দ ও আয়ুব বাচ্চুর গানসহ পপ সংগীতের জনপ্রিয় গানগুলো এই প্রজন্মের শিল্পীরা পরিবেশন করেন।  

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন বিটিভি’র পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীস এষ। বুধবার(২৫ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভিতে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।