ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

কবরীর সিনেমায় সংগীত পরিচালনা করবেন সাবিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
কবরীর সিনেমায় সংগীত পরিচালনা করবেন সাবিনা সাবিনা ইয়াসমীন-করবী

এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন গুণী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। বরেণ্য অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরীর সরকারি অনুদান প্রাপ্ত সিনেমায় সংগীত পরিচালনার কাজটি করবেন সাবিনা। সিনেমার নাম ‘এই তুমি সেই তুমি’।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, এবার আর কবরীর অনুরোধ ফেলে দিতে পারিনি। তার অনুরোধ রাখতে কঠিন এই কাজটি করতে রাজি হয়েছি।

তবে এর জন্য আমাকে অনেক ভাবতে হয়েছে। নতুন অভিজ্ঞতা, ভালো কিছু করার চেষ্টাই করবো।  

নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং। পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনায় কবরী নিজেই।

সাবিনা ইয়াসমীন ও করবীর বন্ধুত্ব চার দশকের বেশি সময়ের। কবরীর ঠোঁটে প্রাণ পেয়েছে সাবিনার অসংখ্য গান। তাই দীর্ঘদিনের বন্ধুর অনুরোধ রাখতে তারই সিনেমায় সংগীত পরিচালনা করতে রাজি হয়েছেন সাবিনা।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।