ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

রাভিনা ট্যান্ডনের বিরুদ্ধে মামলা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
রাভিনা ট্যান্ডনের বিরুদ্ধে মামলা! রাভিনা ট্যান্ডন

ঢাকা: বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, পাঞ্জাবের অমৃতসরের আজনালা ব্লকের খ্রিস্টান ফ্রন্টের প্রেসিডেন্ট সোনু জাফরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ( ২৫ ডিসেম্বর) ওই মামলাটি দায়ের হয়।

এ সময় টেলিভিশন অনুষ্ঠানের একটি ফুটেজও জমা দেওয়া হয়েছে। ফুটেজটি বড়দিনের আগের সন্ধ্যায় সম্প্রচারিত হয়েছিল।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। অমৃতসরের আজনালা থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

অমৃতসরের রুরাল সহকারী পুলিশ সুপার (এসএসপি) বিক্রম জিৎ দুগ্গাল বলেন, আমরা তিনজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছি। এটি নিয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।