ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

নারীবেশে নতুন বছরের শুভেচ্ছা রাজকুমারের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
নারীবেশে নতুন বছরের শুভেচ্ছা রাজকুমারের নারীবেশে নতুন বছরের শুভেচ্ছা রাজকুমারের

একেবারেই ভিন্ন আঙ্গিকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। হ্যাঁ, নিজের নারীবেসের একটি ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করে নতুন বছরে সবাইকে বাড়তি আনন্দ দিলেন এই অভিনেতা।

অবশ্য নারীবেসে এ ছবিটি তোলা হয়েছে তার নতুন সিনেমা ‘লুডু’ থেকে। রাজকুমারের নতুন এ ছবি দেখেই অনেকে তাকে আলিয়া ভাট, কৃতি শ্যানন হিসেবে ভুল করেছেন।

‘লুডু’ সিনেমার পরিচালক অনুরাগ বসু। এতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, পঙ্কজ ত্রিপাঠি, আদিত্য রয় কাপুর, সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ।

চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। এতে তার বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। মুক্তির তালিকায় আরও রয়েছে ‘রুহি আফজা’, ‘ছালাং’, ও ‘সিমলা মির্চি’।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।