ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

৫ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন নেহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
৫ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন নেহা

গত সপ্তাহে বিয়ে করেছেন ভারতের ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা মোনা সিং। এবার সাত পাঁকে বাঁধা পড়ছেন আরেক তারকা নেহা পেন্ডসে। প্রেমের পাঠ চুকিয়ে রাজস্থানের রাজপুত পরিবারের ছেলে শার্দুল সিং বায়াসের সঙ্গে আগামী ৫ জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।  

গ্রহ পূজা দিয়ে এরই মধ্যে নেহা-বায়াসের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) হবে সংগীত অনুষ্ঠান।

এরপর শনিবার (৪ জানুয়ারি) মেহেদি ও রোববার (৫ জানুয়ারি) ঐতিহ্যবাহী মারাঠি রীতিতে তাদের চার হাত এক হবে।

এদিকে সাত পাকে বাঁধা পড়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গভাবে তোলা একটি ছবি শেয়ার করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নেহা পেন্ডসে আলোচনায় এসেছেন৷ ছবির ক্যাপশনে লেখেন, সিঙ্গেল লাইফের শেষ চুম্বন।

নতুন বছরের শুরুতে এ ছবি প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যায়৷

ছোট পর্দা ও বড় পর্দায় সমান তালে কাজ করছেন নেহা পেন্ডসে। তিনি হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, মালালায়ম ভাষার সিনেমায় যেমন কাজ করেছেন, তেমনই ছোট পর্দায় ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন শো-ও সঞ্চালনা করছেন। বিগ বস ১২’র প্রতিযোগীও ছিলেন নেহা।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।