ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

সিনেমায় এবার বব ডিলানের শৈশব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
সিনেমায় এবার বব ডিলানের শৈশব বব ডিলান-টিমোথি চ্যালামেট

আবার সিনেমা নির্মাণ হচ্ছে নোবেল জয়ী সংগীতশিল্পী বব ডিলানকে নিয়ে। সিনেমাটি নির্মাণ করছেন ‘ফোর্ড ভার্সেস ফেরারি’খ্যাত হলিউড নির্মাতা জেমস ম্যানগোল্ড। এর নাম ঠিক করা হয়েছে ‘গোয়িং ইলেকট্রিক’।

এতে বব ডিলানের চরিত্রে অভিনয় করবেন টিমোথি চ্যালামেট। বর্তমানে ‘লিটল উইমেন’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি।

ডিলানের শৈশব জীবনকে ঘিরে নির্মাণ করা হচ্ছে এবারের সিনেমা।  

শৈশবে কেমন ছিলেন ডিলান, সংগীতজীবনের শুরুর দিনগুলো কীভাবে কাটিয়েছিলেন তিনি- এ বিষয়গুলো ‘গোয়িং ইলেকট্রিক’- এ তুলে ধরা হবে।

এর আগে ২০০৭ সালে বব ডিলানকে নিয়ে ‘আম নট দেয়ার’ নামে সিনেমা নির্মিত হয়। তারও আগে মার্টিন স্করসেসি ‘নো ডিরেকশন হোম’ নামে নির্মাণ করেন একটি তথ্যচিত্র। সেখানে উঠে এসেছিল ডিলানের জীবন ও সংগীতে তার প্রভাব।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।