ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

বলিউডে অভিষেক হচ্ছে হিনা খানের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
বলিউডে অভিষেক হচ্ছে হিনা খানের হিনা খান

ছোট পর্দার সাফল্যের পর বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন ভারতীয় টেলিভিশনের দর্শকপ্রিয় মুখ হিনা খান। নির্মাতা বিক্রম ভাটের  ‘হ্যাকড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে এই নায়িকার। 

সিনেমাটিতে গ্ল্যামারে ভরপুর একজন ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদকের চরিত্রে দেখা যাবে হিনাকে। তিনি ছাড়াও ‘হ্যাকড’- এ আরও অভিনয় করেছেন রোহান সাহা, মোহিত মালহোত্রা, সীড মাক্কার প্রমুখ।

আগামী ৩১ জানুয়ারি মুক্তি পাবে হিনা খান অভিনীত প্রথম ছবি ‘হ্যাকড’।

স্টার প্লাসে প্রচারিত ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান হিনা খান। দীর্ঘ আট বছর ধরে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।