ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

সালমার নতুন গানচিত্র ‘পাঁজর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
সালমার নতুন গানচিত্র ‘পাঁজর’

নতুন বছরে প্রথম গান নিয়ে হাজির হলে সংগীতশিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান তারকা’ মৌসুমি আক্তার সালমা। ‘পাঁজর’ শিরোনামের গানচিত্রটি প্রকাশ পেয়েছে ইউটিউবে।

‘দিলের ভেতর জপি যারে সে ভাঙলরে পাঁজর / যত্নে গড়া রত্ন প্রেমের হয় নারে তো কবর’-এমন কথার গানটি লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিলা। জিয়াউদ্দিন আলমের সুরে এর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

এ প্রসঙ্গে সালমা বলেন, গানটির কথা খুবই সুন্দর। কথার সঙ্গে মিল রেখে ‘পাঁজর’র সুর, সংগীত ও মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে। আমি আশা করছি নতুন বছরের আমার এই প্রথম গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

‘পাঁজর’র কাহিনি নির্ভর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হয়েছেন নিরব ইসলাম ও এসকে তৃষ্ণা। পাশাপাশি ভিডিওতে সালমাকেও দেখা গেছে।  সম্প্রতি গানচিত্রটি এমআর বেস্টমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

**সালমান নতুন গানচিত্র 'পাঁজর'

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।