ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

পদাতিকের ৪২তম বর্ষপূর্তিতে ‘গুণজান বিবির পালা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
পদাতিকের ৪২তম বর্ষপূর্তিতে ‘গুণজান বিবির পালা’ পদাতিকের ৪২তম বর্ষপূর্তিতে ‘গুণজান বিবির পালা’

পদাতিক নাট্য সংসদ’র আলোচিত প্রযোজনা ‘গুণজান বিবির পালা’। নাট্যদলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চস্থ হচ্ছে এ নাটক। এটি রচনা ও নির্দেশনায় সায়িক সিদ্দিকী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) পদাতিক নাট্য সংসদ’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওইদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে আড্ডা, স্মৃতিচারণ, চা-চক্রের আয়োজন করা হয়েছে।

চা-চক্র পর্ব শেষে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে দলটির আলোচিত প্রযোজনা ‘গুণজান বিবিরি পালা’ প্রদর্শিত হবে।

এ নাটকের গল্পে উঠে এসেছে দেশের গ্রামীণ ঐতিহ্য। সাধারণত পালার ঘটনাপ্রবাহ কোনো ব্যক্তি মানুষের জীবনে পালাক্রমে ঘটে যাওয়া বিষাদময় ঘটনার আখ্যান। থিয়েটার চর্চার ভেতরের সুখ-দুঃখ, হাসি-কান্নাকে পালার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এ নাটকে।

‘গুণজান বিবির পালা’য় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, জয় মণ্ডল, সালমান শুভ, ইকরাম, শরীফুল ইসলাম, মো. ইমরান, জিতু, আবু সাইদ, পৃথা, জীবন, শোভন, প্রান্ত, কনিকা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।