ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নতুন ধারাবাহিক নাটকে তৌকীর আহমেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
নতুন ধারাবাহিক নাটকে তৌকীর আহমেদ

পরিচালনার পাশাপাশি তৌকীর আহমেদকে খণ্ড অথবা ধারাবাহিক নাটকে নিয়মিতই অভিনয় করতে দেখা যায়। সে ধারাবাহিকতায় এবারও তিনি ‘ইষ্টিকুটুম’ নামের নতুন আরেকটি ধারাবাহিক নিয়ে হাজির হয়েছেন।

নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। আর পরিচালনা করছেন তরুণ নির্মাতা আল হারুন।

নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, হাস্যরসের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি এ নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। নাটকটি দর্শকের কাজে গ্রহণযোগ্যতা পাবে বলে আমার বিশ্বাস।

কুসুমপুর গ্রামের বেপারি পাড়ার চাচা-ভাতিজার দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইষ্টিকুটুম’। এতে মানিক চাঁদ চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ।  

এছাড়া সায়খুল চরিত্রে ড. ইজাজ, জুলেখা চরিত্রে নাজিরা মৌ ও মায়া চরিত্রে রোমানা স্বর্ণা অভিনয় করেছেন। আরও রয়েছেন শফিক খান দিলু, রাশেদ মামুন অপু, ইমতু, পাপিয়া, হুমায়রা হিমু, নিলা, সঞ্জীব আহমেদ, অ্যানি খান প্রমুখ।

বঙ্গ প্রযোজিত ১০৪ পর্বের ‘ইষ্টিকুটুম’ সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার রাত সাড়ে ৮টায় একুশে টিভিতে প্রচার হবে। শনিবার (১৮ জানুয়ারি) নাটকটির প্রথম পর্ব প্রচার হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।