ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ছেলের সঙ্গে ঈশিতার গান প্রকাশ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ছেলের সঙ্গে ঈশিতার গান প্রকাশ 

গত বছর অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা ও তার পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে যাভীর দৌলা কালজয়ী গান ‘আবার এলো যে সন্ধ্যা’ নতুন করে গেয়েছেন। তখন রেকর্ডিং হলেও মঙ্গলবার (২১ জানুয়ারি) এটি প্রকাশ পেল গানচিত্রে।

ঈশিতা ও যাভীরের কণ্ঠে গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে।

গানের ভিডিওতে মা-ছেলেকে একসঙ্গে মডেল হিসেবেও পাওয়া গেছে।

মূল গানটি লাকী আখান্দের সুরে তারই ছোট ভাই হ্যাপী আখান্দ গেয়েছিলেন। আর কথা লিখেছিলেন এসএম হেদায়েত। তবে প্রকাশিত গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। ভিডিও নির্দেশনা দিয়েছেন মনজু আহমেদ।  

গানটি প্রসঙ্গে ঈশিতা বলেন, যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব সখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দু’জন মিলে গানটি গেয়েছি। ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি আমাদের দু’জনেরই খুব প্রিয়।  

এর আগে ২০১৯ সালে ঈশিতার গাওয়া ‘আমার অভিমান’ নামের একটি গান প্রকাশ পেয়েছিল। গানটি বেশ প্রশংসিত হয়।

‘আবার এলো যে সন্ধ্যা’ গানচিত্র:

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।