ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কিংবদন্তি বক্সার হাওয়া সিংয়ের বায়োপিকে সুরজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
কিংবদন্তি বক্সার হাওয়া সিংয়ের বায়োপিকে সুরজ

১৯৬৬ ও ১৯৭০ সালে এশিয়ান গেমসে হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন কিংবদন্তি ভারতীয় বক্সার হাওয়া সিং। ১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি টানা ১১ বার দেশটির জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতেন। এবার তার বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা।

প্রকাশ নাম্বিয়ার পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলিকে। এটি প্রযোজনা করছেন কমেলশ্বর সিং কুশয়াহা এবং শ্যাম এস ফার্নান্ডেজ।

 

২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে সুরজ পাঞ্চোলির। এই সিনেমার সহ-প্রযোজক ছিলেন সুপারস্টার সালমান খান। আর সুরজের প্রথম বায়োপিকের খবর ‘ভাইজান’ নিজেই টুইট করে জানিয়েছেন।
 
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সালমান খান টুইটারে ‘হাওয়া সিং’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ করে লেখেন, ‘এই সিং উড়ে যাবে’।

গত বছর ‘স্যাটেলাইট শঙ্কর’ সিনেমার মধ্য দিয়ে শেষবার পর্দায় হাজির হয়েছেন সুরজ পাঞ্চোলি। ইরফান কামাল পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে জুটি বাঁধেন মেঘা আকাশ। তবে ‘হাওয়া সিং’ সিনেমায় ২৯ বছর বয়সী এই অভিনেতার বিপরীতে কে থাকবেন তা জানা যায়নি। শিগগিরি ভারতের হরিয়ানায় বায়োপিকটির শুটিং শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।