ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম কমানোর আহ্বান সুর্বণার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম কমানোর আহ্বান সুর্বণার সুর্বণা মুস্তফা

শিক্ষার্থীদের জন্য সিনেমা হলের টিকিটের মূল্য কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুর্বণা মুস্তাফা। পাশাপাশি হলগুলো ডিজিটাল করারও দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২ ফেব্রুয়ারি) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংরক্ষিত মহিলা আসনের এই সাংসদ এসব কথা বলেন। বক্তব্যে নারীদের অধিকার নিয়েও কথা বলেন সুর্বণা।

তিনি বলেন, এখন বাসা, স্কুল, রাস্তা কোথাও আমাদের মা-মেয়ে-বোনেরা নিরাপদ নয়। সবখানে তারা শারীরিক নির্যাতন, হেনস্তা ও ধর্ষণের শিকার হচ্ছে।

আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সুর্বণা মুস্তফা অভিনীত সিনেমা ‘গণ্ডি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী। সিনেমাটি পরিচালনা করেছেন ফাফরুল আরেফীন খান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।