ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবস উপলক্ষে তাদের গানচিত্র ‘তুমি শুধু আমার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
ভালোবাসা দিবস উপলক্ষে তাদের গানচিত্র ‘তুমি শুধু আমার’

সংগীতশিল্পী ইমরান-পূজার দ্বৈত কণ্ঠে আসছে নতুন গানচিত্র ‘তুমি শুধু আমার’। ভালোবাসা দিবস উপলক্ষে গানচিত্রটি প্রকাশ পাবে। এতে গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন তারা। 

কিন্তু এই দুই কণ্ঠশিল্পী এক গানচিত্রে থেকেও জুটি বেঁধেছেন অন্য কারও সঙ্গে। রোমান্টিক গানটিতে পূজার বিপরীতে অভিনেতা তৌসিফ মাহবুব ও ইমরানের বিপরীতে মডেল নীল হুরেরজাহানকে দেখা যাবে।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে।

‘তুমি শুধু আমার’র গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। তিনি বললেন, ‘ইমরান-পূজা দু’জনেই নিজেদের কাজের প্রতি সবসময় সিরিয়াস থাকেন। আমি নিজেও একই ধাঁচের মানুষ। আমরা আসলে মানুষকে নতুন নতুন গল্প শোনাতে চাই। সেটা হোক গানে, হোক দৃশ্যে। এবারও তাই হলো। সাধারণত যেমনটা হয়, ঠিক তার উল্টোটা করলাম। জুটি অদল-বদল করে নিলাম! 

এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘অনেকদিন পর আমার সঙ্গে পূজার গান প্রকাশ পাচ্ছে। গানটির ভিডিওতে চমক আছে।  

জানা যায়, গানচিত্রটি প্রকাশ পাচ্ছে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।