ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

করোনা ভাইরাস মারতে চীন গেছেন রাখি সাওয়ান্ত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
করোনা ভাইরাস মারতে চীন গেছেন রাখি সাওয়ান্ত!

চীনে ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাস মারতে নাসার অস্ত্র নিয়ে চীনে গেছেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। বিমানে বসে ধারণ করা একটি ভিডিও তার ইনস্টাগ্রামে পোস্ট করে রাখি জানান, তিনি চীনে পৌঁছেছেন মরণঘাতী করোনা ভাইরাসকে খতম করতে। সমস্ত করোনা ভাইরাস বধ করে তবেই তিনি দেশে ফিরবেন।

খয়েরি-সোনালির মিশেলে চুল, মাথায় বাঘছাল প্রিন্টের টুপি, কমলা কুর্তি – এরকম বিচিত্র পোশাকেই রাখিকে দেখা গেল ভিডিওতে। তার দাবি, চীনগামী বিমানে বসেই ভিডিওটি শ্যুট করেছেন তিনি।

তিনি এও বলেন, তার সঙ্গে অনেক সৈন্য রয়েছে, তাদের সঙ্গে মিলে তিনি করোনা ভাইরাসের মোকাবিলা করবেন। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘মোদীজি আমি চীন যাচ্ছি করোনা ভাইরাস শেষ করতে, আমাদের জন্য প্রার্থনা করুন। ’

প্রধানমন্ত্রীসহ সাধারণ জনগণকেও তার মিশনের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন রাখি। তার আজব দাবি, তিনি ‘নাসা’ থেকে বিশেষ ‘দাওয়াই’ নিয়ে এসেছেন, তা দিয়েই খতম করবেন করোনা ভাইরাসদের।  

ভিডিওর শেষে দেখা যায়, একটি চলন্ত সিড়ির সামনে দাঁড়িয়ে আছেন রাখি। তিনি জানান, চীন পৌঁছে গেছেন। চীনাদের মতোই সেজেছেন তিনি। এবার তিনি করোনা ভাইরাস মারতে নামবেন। এরপর ভাইরাস মারার আসল অস্ত্র তিনি প্রকাশ করলেন। সেটা হলো একটা মজার মন্ত্র ‘চিনি মিনি চাউ চাউ, ভাইরাস কো খাও খাও। ’

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।