ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সমীরের সংগীতে সিনেমায় গাইলেন ন্যানসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
সমীরের সংগীতে সিনেমায় গাইলেন ন্যানসি ন্যানসি

সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এসকে সমীরের সংগীতায়োজনে ‘তুমিময়’ নামের সিনেমায় গাইলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গানের শিরোনাম ‘প্রেমের প্রকাশ’। এর সুর করেছেন ফিরোজ কবির ডলার। গানের কথা ও সিনেমা পরিচালনায় গোলাম মোস্তফা শিমুল।

এসকে সমীরের স্টুডিও মিউজিক ল্যাবে সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ গান প্রসঙ্গে সংগীত পরিচালক এসকে সমীর বলেন, ন্যানসির সঙ্গে এটাই আমার প্রথম কাজ।

গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি ভালো কিছুই হতে যাচ্ছে।

ন্যানসি বলেন, লাভ স্টোরি ঘরানার সিনেমা ‘তুমিময়’। এতে আমার কণ্ঠের গানটির কথা, সুর ও সংগীত বেশ ভালো হয়েছে। সব কিছু ব্যাটে-বলে হলে আশা করি কাজটি সার্থক হবে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।