ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জীবনসঙ্গী হিসেবে যে ধরনের ছেলে পছন্দ সারার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
জীবনসঙ্গী হিসেবে যে ধরনের ছেলে পছন্দ সারার সারা-কারিনা

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে সারা আলি খান অভিনীত নতুন সিনেমা ‘লাভ আজ কাল’। তাই ইমতিয়াজ আলি পরিচালিত সিনেমাটির প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন সাইফকন্যা। সেই ধারাবাহিকতায় কারিনার ‘হোয়াট ওমেন ওয়ান্ট’- এ হাজির হন সারা।

কারিনা-সারাকে নিয়ে চর্চা নিয়মিতই চলতে থাকে। তবে সব নিন্দুকের মুখ বন্ধ করে দিলেন কারিনা।

সারাকে ওয়েলকাম জানাতে তিনি বললেন, এই শোতে শুধু তার একজন পরিবারের সদস্যরই আসা বাকি ছিল। এবার সেটাও পূরণ হয়ে গেল। স্বভাবতই সারার সঙ্গে জমে গেল আড্ডা। সারা ভীষণ বুদ্ধিমতী, সত্যিকথা বলতে সে ভয় পায় না। এমন কথা বহুবার বলতে শোনা গেছে কারিনা কাপুর খানকে।

জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ সারা আলি খানের, জানালেন তা নিজেই। তার কথায়, যার রসবোধ আছে, যে মানুষ হিসেবে বেশ মজার- এমন কাউকেই সারার পছন্দ। এমনকি সেই ব্যক্তি খুব সুন্দর দেখতে না হলেও চলবে। সারা জানান, তার এমন ব্যক্তিই পছন্দ যাকে দেখিয়ে তিনি গর্বের সঙ্গে বলতে পারবেন এই ব্যক্তিটি শুধুই সারার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা ও কারিনার এই কথোপকথনের ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন সারা কিংবা কারিনা কী তবে কার্তিক আরিয়ানের দিকেই ইঙ্গিত দিচ্ছেন?

শো’তে প্রেম-ভালোবাসা নিয়ে কথার ফাঁকেই তার অভিনীত ‘লাভ আজ কাল’ সিনেমার কথাও শেয়ার করেছেন সারা। ১১ বছর আগে সারার বাবা সাইফ ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ সিনেমায় অভিনয় করেন। এতদিন পর ফের পরিচালক এই সিনেমা নতুনভাবে তৈরি করেছেন। তবে এটি কোনো সিক্যুয়েল নয় বলেই জানান সারা। সেই সময়ের ভালবাসার ধরন আর আজকের ভালোবাসার ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে।  

আগের সিনেমায় সাইফ অভিনয় করেছেন, তাই তার কাছে এই সিনেমায় কাজ করা একটু চ্যালেঞ্জিং’ই ছিল বলে সারা জানিয়েছেন। বিশ্ব ভালোবাসার দিনে (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে সারা-কার্তিকের সিনেমা ‘লাভ আজ কাল’।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।