ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ভক্ত আঁকলেন তাহসানের ৭২০০ ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
ভক্ত আঁকলেন তাহসানের ৭২০০ ছবি ভক্ত আঁকলেন তাহসানের ৭২০০ ছবি

দেশ-বিদেশে অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের। এর মধ্যে এবার রাকিব সান নামের এক পাগল ভক্তের খোঁজ মিলেছে, যে এক বছরে তাহসানের ৭ হাজার ২০০ ছবি এঁকেছেন।

সময় পেলেই তাহসানের ছবি আঁকেন তিনি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন।

তাতেই তার আনন্দ।  

রাকিবের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরে। তবে জন্ম জার্মানিতে। বর্তমানে সেখানেই বসবাস করছেন তিনি। গান শুনে তাহসানের ভক্ত হয়েছেন বলে জানিয়েছেন রাকিব। তার কথায়, ২০০৪ সাল থেকেই তাহসানের ভক্ত তিনি। বাবা তাহসানের নতুন কোনো সিডি প্রকাশ হলেই কিনে আনতেন। গান শুনতে শুনতেই তার ভক্ত হয়েছেন। ভালোবাসা থেকে প্রিয় তারকাকে নিয়ে তার এই পাগলামী।

তিনি আরও জানান, একটা ছবি আঁকতে ১০ থেকে ২০ মিনিট লাগে তার। কোনো কোনো দিন ৫০টি ছবিও এঁকেছি তিনি। তাহসানের ‘অভিমান আমার’ অ্যালবামের পোস্টার এঁকে ফেসবুকে শেয়ার করেছিলেন, সেই পোস্টার তাহসান কারো মাধ্যমে দেখতে পেয়ে নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছিলেন। এ বিষয়টি তাকে খুব অভিভূত করেছিল

রাকিব জানালেন, এক মাস ধরে ক্যানভাসের ওপর পাথর দিয়ে তাহসানের ছবি আঁকছেন তিনি। এছাড়া ২২০টি ছবির একটি অ্যালবামও করছেন। কাজটি শেষ হলেই তাহসানের হাতে তুলে দেবেন ছবিগুলো।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।