ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তিশা-তৌসিফের ‘লাভ স্টোরি ৩৬০’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
তিশা-তৌসিফের ‘লাভ স্টোরি ৩৬০’

আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটি রোমান্টিক নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা তৌসিফ মাহবুব। নাটকটির নাম ‘লাভ স্টোরি ৩৬০’।

নিজের গল্পে এটি পরিচালনা করেছেন ফাহরিয়ান চৌধুরী তন্ময়। সম্প্রতি রাজধানীর উত্তরায় ‘লাভ স্টোরি ৩৬০’র শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটি প্রসঙ্গে ফাহরিয়ান চৌধুরী তন্ময় বলেন, রোমান্টিক গল্পে নাটকটি নির্মিত। তবে এর গল্পে থাকছে ভিন্ন রকম চমক। শুরুতে দর্শক ভাববেন এক রকম, কিন্তু শেষে হবে অন্য রকম। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত অন্য নাটকগুলো থেকে এটিকে সবাই আলাদা করতে পারবেন। তিশা-তৌসিফ জুটির দুর্দান্ত অভিনয় উপভোগ্য হবে। এটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
নাটকের দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা ও তৌসিফ মাহবুব

‘লাভ স্টোরি ৩৬০’-এ তৌসিফ-তিশা ছাড়া আরও অভিনয় করেছেন পিরজাদা হারুন, মামুন, নাদিয়া ও রানাসহ অনেকে।

জানা যায়, এনআর মিডিয়ার ব্যানারে নির্মিত ভালোবাসা দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী নাটকটি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে। পাশাপাশি একই দিন রাত ১১টায় নাটকটি ভিজ্যুয়ালসিনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।