ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আত্মহত্যা করেছেন ‘ময়ুরপঙ্খী’র অভিনেত্রী সুবর্ণা যশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আত্মহত্যা করেছেন ‘ময়ুরপঙ্খী’র অভিনেত্রী সুবর্ণা যশ

মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন ছোট পর্দার জনপ্রিয় ‘ময়ুরপঙ্খী’ ধারাবাহিকের অভিনেত্রী সুবর্ণা যশ। প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়াকে তার অবসাদের মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। আর সেই অবসাদই কেড়ে নিল  ২৩ বছর বয়সী এই অভিনেত্রীর জীবন।

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মোহনবাগে বাড়ি সুবর্ণা জশের। তিনি কলকাতায় পড়াশুনা করেন সাংবাদিকতা বিষয়ে।

শিক্ষানবীশ হিসেবে  কাজও করেন কয়েকটি জায়গায়।  

এরপর অভিনয় জগতে প্রবেশ করেন সুবর্ণা। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন তিনি। তবে প্রত্যাশা অনুযায়ী ভালো কাজ পাননি তিনি।

মেগাসিরিয়ালে শুধুমাত্র পার্শ্বচরিত্র হিসেবেই সন্তুষ্ট থাকতে পারেননি সুবর্ণা।  তাই অবসাদ তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেন এই প্রতিশ্রুতিশীল অভিনেত্রী।

বর্ধমানে সুবর্ণা যশের নিজের বাড়িতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।  রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে মায়ের অনুপস্থিতির সুযোগে সিলিং ফ্যানে ঝুলে পড়েন সুবর্ণা। সমাপ্তি ঘটে একটি সম্ভাবনার।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।