ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির গান কিশোর-ঝিলিকের কণ্ঠে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির গান কিশোর-ঝিলিকের কণ্ঠে কিশোর-ঝিলিক

২২ বছর আগে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে প্রকাশিত হয় ‘আগুনের দিন শেষ হবে’ শীর্ষক গানটি। ঋতুপর্ণ ঘোষের লেখা এ গানটি ব্যবহৃত হয়েছিল ‘আমি সেই মেয়ে’ নামের সিনেমায়। এতে ঠোঁট মিলিয়েছিলেন আলমগীর ও জয়া প্রদা।

সুর ঠিক রেখে নতুন করে সেই গানটি এবার গাইলেন সংগীতশিল্পী কিশোর দাস ও ঝিলিক। গাওয়ার পাশাপাশি গানটির সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই।

শৈশব থেকে গানটি ভীষণ প্রিয় বলে জানান কিশোর ও ঝিলিক। আর সেই ভালো থেকেই তারা নতুন করে গানটি করেছেন। দুজনই আশাবাদি, গানটি শ্রোতা-দর্শকদের মধ্যে বাড়তি ভালোলাগা তৈরি করবে।

গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতেও রয়েছে কিশোর-ঝিলিকের উপস্থিতি। ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুপম মুভি সং ইউটিউবে উন্মুক্ত করা হয়ে গান-ভিডিও ‘আগুনের দিন শেষ হবে’।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।