ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে কোনাল দেবেন মেঘের বার্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ভালোবাসা দিবসে কোনাল দেবেন মেঘের বার্তা

সংগীতশিল্পী হিসেবেই কোনালকে মানুষ চেনে। এর বাইরে অনুষ্ঠান উপস্থাপনাও করেন এই গায়িকা। বিশেষ দিবসে টিভি চ্যানেলের জন্য নির্মিত একাধিক অনুষ্ঠানের পরিচালক হিসেবেও দেখা গেছে তাকে।  

এছাড়া গান লেখেন, প্রশংসা কুড়ান সুরারোপ করেও। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ‘লালটিপ’ সিনেমায়।

হয়েছেন রিয়েলিটি শো’র বিচারকও।  

ভালোবাসা দিবসে শ্রোতাপ্রিয় এই গায়িকার কণ্ঠে প্রকাশ পাচ্ছে ‘মেঘ’ শিরোনামের গান। গানে গানে মেঘের কাছে বলবেন হৃদয়ের যত আকুতি।

গত বছরের শেষ দিকে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী জিসান খান শুভ’র ‘মেঘ’ শিরোনামের গান। জিসান খান শুভ’র কথা-সুর আর নাভেদ পারভেজের সংগীতায়োজনে সেই গানটিই এবার শোনা যাবে কোনালের কন্ঠে, এই ভালোবাসা দিবসে।  
স্বরাজ দেব’র ভিডিও পরিচালনায় মনোরম লোকেশনে চিত্রায়িত ভিডিওতেও দেখা যাবে কোনালকে।  

এ গান সম্পর্কে কোনাল বলেন, মেঘের কথা সুরে এত দরদ! সংগীতায়োজনটাও দারুণ হয়েছে। গানটি শুনেই গাইতে ইচ্ছে হলো। গেয়েও ফেললাম । আশা করছি, গানটিতে শ্রোতা-দর্শকরা নতুনত্ব পাবেন। অনুজ জিসান খান শুভ জন্যও শুভকামনা থাকলো।

ভালোবাসার দিনে (১৪ ফেব্রুয়ারি) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কোনালের কণ্ঠের গান-ভিডিও ‘মেঘ’।

এছাড়া গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাশে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।