ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে বেলাল খানের হৃদয়ছোঁয়া প্রেমের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ভালোবাসা দিবসে বেলাল খানের হৃদয়ছোঁয়া প্রেমের গান

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গানচিত্র নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী বেলাল খান। ‘কী ভালোবাসলে’ শিরোনামের হৃদয়ছোঁয়া প্রেমময় গানটি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইউটিউবে প্রকাশ পেয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর বেলাল খান নিজেই করেছেন।

‘আর কতো কাঁদাবে আমায়, এ কান্নার নেই কি শেষ/কী ভালোবাসলে, কী কাছে আসলে/ একচুল কাটে না তো রেশ’-এমন আবেগি কথায় সাজানো গানটি লিখেছেন মুসা কে মাহমুদ। আর গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান।

গানচিত্রটিতেও মডেল হয়েছেন বেলাল খান নিজেই। এতে তার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন সেমন্তী সৌমি। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

 গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, আমি যে ধরনের গান করে থাকি এটি সেই ঘরানারই গান, স্যাড রোমান্টিক। গানচিত্রে আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা অডিও-ভিডিওতে নিজেদের ভালোবাসার গল্পটা খুঁজে পাবেন।

‘কী ভালোবাসলে’ প্রকাশ পেয়েছে বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

**‘কি ভালোবাসলে’ গানচিত্র

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।