ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জাস্টিন বিবারের নতুন অ্যালবাম ‘চেঞ্জেস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
জাস্টিন বিবারের নতুন অ্যালবাম ‘চেঞ্জেস’

ভ্যালেন্টাইনস ডে’তে মুক্তি পেয়েছে পপশিল্পী জাস্টিন বিবারের বহু প্রতীক্ষিত গানের অ্যালবাম ‘চেঞ্জেস’।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি সংক্ষিপ্ত পরিচিতির সঙ্গে তার অ্যালবামের মুক্তির ঘোষণা দেন জাস্টিন বিবার।  

ইন্সটাগ্রাম পোস্টে জাস্টিন বিবার লেখেন, আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।

‘চেঞ্জেস’র যাত্রা শুরু করতে আর বিলম্ব নয়। এখন থেকেই ‘চেঞ্জেস’ অ্যালবাম বিক্রি শুরু হচ্ছে।

‘চেঞ্জেস’ অ্যালবামের পোস্টার

ইন্সটাগ্রামে প্রকাশিত প্রোমোতে জাস্টিনের স্ত্রী হেইলি বল্ডউইনের মুখে অ্যালবামের গানগুলোর উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেছে। সেসঙ্গে তিনি জাস্টিনকে তার অ্যালবামের জন্য অভিনন্দনও জানান।  

হেইলি বল্ডউইন তার ইন্সটাগ্রামে অ্যালবামের একটি পোস্টার শেয়ার করে লেখেন, সবাই এখন এই অ্যালবামের গান শুনতে পাচ্ছে। এর চেয়ে সুখের আর কিছু নেই। আমার কাছে তোমাকে (জাস্টিন বিবার) নিয়ে এর চেয়ে বড় গর্বের আর কিছু নেই। আরও অনেক ভালোবাসা তোমার জন্য। চমৎকার এই অ্যালবামের জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।