ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মায়েদের প্রতি গভীর ভালোবাসা রেখেই গানটি গেয়েছি: অপি করিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মে ১২, ২০২০
মায়েদের প্রতি গভীর ভালোবাসা রেখেই গানটি গেয়েছি: অপি করিম

মডেল-অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হিসেবে বেশ খ্যাতি রয়েছে অপি করিমের। গাইতে পারেন গানও। প্রকাশও পেয়েছে তার কণ্ঠের বেশ কয়েকটি গান। তবে সেটা নিতান্তই সখের বসে। যে কারণে গায়িকা হিসেবে এতটা পরিচিত নন এই অভিনেত্রী-স্থপতি।

এদিকে এবারের মা দিবসে (১০ মে) মায়ের বন্দনায় অপি করিমের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘আড়ালে গুনগুন’ শিরোনামের গান। পৃথিবীর সকল মায়ের ইচ্ছাপূরণ হয়ে যাক- এ কামনায় গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পাশাপাশি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে।

গানের কথা-সুর করেছেন গীতিকবি-স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজনে অটমনাল মুন।

মা নিয়ে গাওয়া প্রসঙ্গে অপি করিম বলেন, ‘গায়িকা হিসেবে নিজেকে আলোচনায় আনার জন্য নয়, মায়ের ইচ্ছাপূরণ এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে গানটি গাওয়া। গায়কী কেমন হয়েছে, তা নিয়ে ভাবিনি। পৃথিবীর সব মায়ের প্রতি গভীর ভালোবাসা রেখেই গানটি গেয়েছি। ’ 

এনামুল করিম নির্ঝর জানান, অপি করিমের মা চাইতেন লেখাপড়া, অভিনয়ের পাশাপাশি গানটাও যেন সে চর্চা করে। কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তার মায়ের জন্মদিন সামনে। সে কারণে তিনি গানটি লিখে সুর দিয়ে দেন। অটমনাল মুন তার মতো করে সংগীতায়োজন করে দিলে অপি মাকে গানটা গেয়ে শোনান জন্মদিনের উপহার হিসেবে।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মে ১২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।