ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অঞ্জন আইচের ‘আগামীকাল’ সিনেমার ফার্স্ট লুক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ১৩, ২০২০
অঞ্জন আইচের ‘আগামীকাল’ সিনেমার ফার্স্ট লুক

অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত সিনেমা ‘আগামীকাল’। এতে অভিনয় করেছেন মম, ইমন, সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরী প্রমুখ। বৃহস্পতিবার (১৪ মে)  প্রকাশিত হচ্ছে সিনেমাটির ফার্স্ট লুক বা প্রথম ডিজিটাল পোস্টার। 

ভারতে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে বর্তমানে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার অপেক্ষায় আছে। আগামী শরতের মাঝামাঝিতে এটি মুক্তি দেওয়া হবে।

এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে আগামীকাল’র চারটি গান রিলিজ করা হবে। একটি রবীন্দ্রসংগীত ছাড়া বাকি গানগুলো রচনা করেছেন অঞ্জন আইচ। প্রয়াত পৃথ্বীরাজ ও সুজন আরিফের সংগীত আয়োজনে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ প্রমুখ।  

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টায় ‘আগামীকাল’র অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হবে।  শুক্রবার (১৫ মে) রাত ১০টায় একই পেজ থেকে টুটুল চৌধুরীর উপস্থাপনায় ‘আগামীকাল’ টিম ফেসবুক লাইভে হাজির হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ১৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।