ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

করোনা ভাইরাস প্রেক্ষাপটে ঈদের নাটক ‘করোনার দিনগুলিতে প্রেম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ১৩, ২০২০
করোনা ভাইরাস প্রেক্ষাপটে ঈদের নাটক ‘করোনার দিনগুলিতে প্রেম’

আসন্ন ঈদুল ফিতরে করোনা ভাইরাসের প্রেক্ষাপট নিয়ে টেলিভিশনের পর্দায় প্রচার হবে নাটক ‘করোনার দিনগুলিতে প্রেম’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা আনিসুর রহমান রাজিব। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, সিয়াম নাসিরসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, শুচিবাইগ্রস্ত ছেলে তৌসিফের সঙ্গে বদমেজাজি মেয়ে সাফার ঘটনাক্রমে শপিংমলে পরিচয় হয়। এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দু’জনের মধ্যে বেশ ঝগড়া হয়।

 এরপর একের পর এক দুর্ঘটনা তাদেরকে  বারবার মুখোমুখি করে। যতবারই তাদের দেখা হয় ততবারই তারা একে অন্যকে তাচ্ছিল্য  করে। আস্তে আস্তে তাদের অবস্থা এমন হয় যে, তারা একে অপরকে খুন করতে চায়। এর মধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে।  এমন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে 'করোনার দিনগুলিতে প্রেম' নাটকের গল্প।

পরিচালক আনিসুর রহমান রাজিব নাটকটির প্রসঙ্গে  বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতিতে ঘরবন্দি দর্শকেরা নাটকটি দেখে মানসিক শান্তি পাবেন। আশা করি,  নাটকটির গল্প ও নির্মাণে দর্শকের ইতিবাচক সাড়া পাবো।

নাটকটি আসন্ন ঈদুল ফিতরের প্রথম দিন রাত ১১টা ১৫ মিনিটে আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।  এছাড়াও মোশনরক ইউটিউব চ্যানেলে পরবর্তীতে নাটকটি ‘রিসেন্ট প্রেম’ নামে দেখা যাবে। রোমান্টিক গল্পের এই নাটকটি প্রযোজনা করেছেন সাগর রানা ও মাহমুদুল হাসান।

বাংলাদেশ সময়:  ১৭১৯ ঘণ্টা, মে ১৩, ২০২০
এমআরএ/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।