ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অতনু তিয়াসের কণ্ঠে নিজেকে খুঁজে বেড়ানো গান ‘আমি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ১৪, ২০২০
অতনু তিয়াসের কণ্ঠে নিজেকে খুঁজে বেড়ানো গান ‘আমি’

সম্প্রতি প্রকাশ পেয়েছে কবি-গীতিকবি ও সংগীতশিল্পী অতনু তিয়াসের নতুন গান-ভিডিও ‘আমি’। নিজের দিকে ফিরে তাকানোর তাড়না তৈরি করার গান ‘আমি’।

কাব্যময় এবং আধ্যাত্ম-চেতনার গানেই এই শিল্পীর নিজস্বতা। এই গানটিও তার ব্যতিক্রম নয়।

 অনেক ‘আমি’র ভিড়ে প্রকৃত আমি’কে প্রতিনিয়ত হারিয়ে ফেলছি আমরা। সেই ‘পরম’কে খুঁজে বেড়ানোর চেষ্টাই এই গানে তুলে ধরা হয়েছে।

আমি আমি করিস রে মন, আমি কারে কয়/আমার মাঝে হরেক আমি’র নিত্য জনম, লয়-  এমন কথার গানটি সম্পর্কে অতনু তিয়াস বলেন, ‘মূলত লোকধারার গান বাঁধতে ও গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পরমকে আবিষ্কারের ব্রত গানটি অনেকের হৃদয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে বলে আমার বিশ্বাস। ’

গাওয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রোকন ইমন। গানটির কনসেপ্ট ও চিত্রায়ণে সোহাগ দেবনাথ। চরিত্র হিসেবেও অংশ নিয়েছেন সোহাগ দেবনাথ। দৃশ্যধারণ করেছেন মিতুল দেবনাথ। গানটি অতনু তিয়াসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশে পেয়েছে।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ১৪, ২০২০
ওএফবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।