ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদ আয়োজনে ঝিলিকের গান  'যাইয়ো না যাইয়ো না'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ১৫, ২০২০
ঈদ আয়োজনে ঝিলিকের গান  'যাইয়ো না যাইয়ো না' ঝিলিক

২০১৪ সালে প্রকাশ হয়েছিল চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিকের একক অ্যালবাম ‘প্রথম প্রেম'। সেই অ্যালবামের বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পায়। এ অ্যালবামের গানকথা ও আয়োজক ছিলেন ফয়সাল রাব্বিকীন।

এর বাইরেও তার কথায় আরো বেশ কিছু গান ঝিলিকের কণ্ঠে প্রসংশিত হয়েছে। এবার ফের একসঙ্গে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তারা।

রাব্বিকীনের কথায় আসছে ঈদে প্রকাশ পাচ্ছে ঝিলিকের নতুন গান ‘যাইয়ো না যাইয়ো না'। গানটির সুর ও সংগীত করেছেন রেজোয়ান শেখ। সিডি চয়েসের ব্যানারে আগামী কয়েক দিনের মধ্যে লিরিক ভিডিও আকারে প্রকাশ হবে গানটি।  

এ বিষয়ে ঝিলিক বলেন, অনেক দিন পর রাব্বিকীন ভাইয়ের কথায় নতুন গান আসছে। এর আগে তার লিখা আমার গাওয়া বেশ কিছু গানই পছন্দ করেছেন শ্রোতারা।  এবারের গানটিও বেশ ভালো হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। ফয়সাল রাব্বিকীন বলেন, এটি আমার ও ঝিলিকের ১৫তম গান। এর আগের গানগুলো থেকে অনেক সাড়া পেয়েছি। এবারের গানটি নিয়েও প্রত্যাশা অনেক। আশা করছি ভালো লাগবে সবার।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ১৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।