ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অপূর্ব’র দ্বিতীয় সংসারও ভেঙে গেলো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ১৭, ২০২০
অপূর্ব’র দ্বিতীয় সংসারও ভেঙে গেলো

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র দ্বিতীয় সংসার ভেঙে গেছে। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে ৯ বছরের বৈবাহিক জীবনের ইতি টেনেছেন তিনি।

অদিতি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে ফেসবুকেও তিনি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে লেখেন, 'সবাই আমাকে ভাবি ডাকা বন্ধ করুন। '

এছাড়াও ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস 'ম্যারিড' থেকে 'ডিভোর্স'ও করেছেন তিনি।

বিষয়টি নিয়ে নাজিয়া হাসান অদিতি বাংলানিউজকে বলেন, 'এ নিয়ে এখন আর কিছুই বলতে চাচ্ছি না। এটা একেবারেই ব্যক্তিগত বিষয়। '

বিচ্ছেদের কারণ এবং সময় জানাতেও তিনি আপত্তি জানান।

জানা যায়, অনেকদিন ধরে অপূর্ব ও অদিতির সংসারে মনোমালিন্য চলছিল। বেশ কয়েকমাস তারা আলাদাও ছিলেন। শেষ পর্যন্ত তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটলো।

বিচ্ছেদ নিয়ে কথা বলতে বেশ কয়েকবার অপূর্ব’কে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। ২০১১ সালের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই তারকা। তাদের একমাত্র পুত্রসন্তানের নাম আয়াশ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ১৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।