ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে আসছে তাহসান-সাবির ‘আই লাভ ইউ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ১৮, ২০২০
ঈদে আসছে তাহসান-সাবির ‘আই লাভ ইউ’

মাবরুর রশীদ বান্নাহ’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ দু’টি নাটক আসছে এবারের ঈদুল ফিতরে। ‘আই লাভ ইউ’ নামের নাটকে অভিনয় করেছেন তাহসান খান ও সায়লা সাবি।

নাটকটি নিয়ে নির্মাতা জানান, যে মানুষকে ভালোবাসা যায় তাকে যে কোন পরিস্থিতিতেই ভালোবাসা যায়। প্রিয় মানুষকে সব পরিস্থিতিতেই ভালোবাসতে হয়।

স্বাভাবিক কিংবা অস্বাভাবিক। এমনই গল্প নিয়ে নির্মিত ‘হয়েছে আই লাভ ইউ’।

বান্নাহ’র অন্য নাটকটির নাম ‘প্রপোজ’। এতে জুটি বেঁধেছেন প্রত্যয় হিরণ ও মাহিমা। মোশন রক এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধায়নে নাটক দুটি প্রযোজনা করেছেন লুমিনো পিকচার্স-এর কর্ণধার  আর এইচ তানভীর।  

তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদের আয়োজন সীমিত আকারে করতে হচ্ছে। এই নাটক দু’টি এ বছরের শুরুতে শুটিং করা। আমরা সব সময়ই দর্শকদের নির্মল বিনোদন দেওয়ার চেষ্টা করে আসছি। এবারো তা অব্যাহত থাকবে। আশা করছি নাটক দুইটি সবার মন ছুঁয়ে যাবে।

আসন্ন ঈদে নাটকটি লুমিনো পিকচার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ১৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।