ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেবেন তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, মে ১৯, ২০২০
গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেবেন তিশা

এখন শোবিজের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র বিয়ে বিচ্ছেদ। ৯ বছরের সংসারের ইতি টেনেছেন তিনি। সম্প্রতি স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে তার বিচ্ছেদের হয়ে গেছে।

ডিভোর্সের বিষয়টি জানিয়ে একে অপরকে নিয়ে ফেসবুকে প্রশংসাবাক্য লিখেছেন অপূর্ব-অদিতি। নিজেদের মধ্যে মনোমালিন্য কথা বললেও নির্দিষ্ট করে ডিভোর্সের কারণ জানাননি তাদের কেউই।

এদিকে অপূর্ব’র বিচ্ছেদের খবর প্রকাশের পর এই সংসার ভাঙার পেছনে অভিনেত্রী তানজিন তিশা দায়ী, এমন  গুজব রটেছে। তানজিন তিশার নাম জড়িয়ে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করেছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। তবে এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ এবং গুজব ছড়ালে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন তিশা।

এই নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তানজিন তিশা। তার লেখাটি পাঠাকদের জন্য তুলে ধরা হলো:-

আমি সাধারণত গুজবে সাড়া দিই না। তবে আজ আমি অনুভব করছি যে, কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত চলমান গসিপ বন্ধ করা উচিত। দয়া করে আমার নামটি ব্যাবহার করবেন না। এতে আমার সহশিল্পী এবং তার পরিবারের চলমান পরিস্থিতি আরো জটিল হবে। আমি মনে করি, কেউ আমার খ্যাতি নষ্ট করার জন্য ইচ্ছা করে এমনটি করছেন।  

আমার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে এমন খবরে বিশ্বাস করবেন না। যার কোনো সত্যতা নেই। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি এমন গুজব আর না ছড়াতে। এসব গুজব ছড়ানো আর ভুয়া খবর প্রকাশ করা সাইবার অপরাধ।

শ্রদ্ধেয় সাংবাদিকদের অনুরোধ করছি, আপনারা কেউ এই ধরনের ভিত্তিহীন গল্পে আমার নাম উল্লেখ করবেন না। যারা এমনটি করবেন তাদের জন্য শেষ পর্যন্ত আমার আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময়: ০২০২ঘণ্টা, মে ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।