ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মাহতিমের গান 'ভুলেছি নিজের ঠিকানা'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ১৯, ২০২০
মাহতিমের গান 'ভুলেছি নিজের ঠিকানা'

ঈদ উপলক্ষে মাহতিম সাকিবের কণ্ঠে প্র্রকাশ পাচ্ছে ‘ভুলেছি নিজের ঠিকানা’ শিরোনামের গান। এটি নাটকের গান হিসেবে প্রকাশ হবে। নাটকের নাম ‘বউ এত সুইট কেন’। এতে অভিনয় করেছেন অপূর্ব ও তানজীন তিশা। আর নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। 

গানটি প্রকাশ পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন রেজোয়ান শেখ।

এ গান প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, অনেক সুন্দর কথা-সুরের একটি গান। গাওয়ার সময়ই ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। ফয়সাল রাব্বিকীন বলেন, বেশ অন্যরকম কথা-সুরের একটি গান 'ভুলেছি নিজের ঠিকানা'। আশা করি, মাহতিমের কণ্ঠে রোমান্টিক ঘরানার এই গানটি সবার ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ১৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।