ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে টিভি পর্দায় হুমায়ূন আহমেদের ৭ সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ২১, ২০২০
ঈদে টিভি পর্দায় হুমায়ূন আহমেদের ৭ সিনেমা

ঈদ আয়োজনে টিভি পর্দায় দেখা যাবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাতটি সিনেমা। এর মধ্যে হুমায়ূন আহমেদ পরিচালিত ৫টি সিনেমা এবং তারই গল্পে মেহের আফরোজ শাওন ও তৌকীর আহমেদের পরিচালনায় রয়েছে আরো দুটি সিনেমা।

এ লেখকের মোট ৭টি সিনেমা চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত। ইমপ্রেস টেলিফিল্মের এ সিনেমাগুলো দেখানো হবে প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে।

এর মধ্যে ঈদের দিন থাকছে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বণে মেহের আফরোজ শাওন পরিচালিত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহী, রিয়াজ, তানিয়া আহমেদ প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন হুমায়ূন আহমেদের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় দেখানো হবে ‘আমার আছে জল’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, শাওন, ফেরদৌস, বিদ্যা সিনহা মীম, মুনমুন আহমেদ, পীযূষ বন্দোপাধ্যায় সালেহ আমদে, চ্যানেলঞ্জার প্রমুখ।

‘আমার আছে জল’ সিনেমার একটি দৃৃশ্যঈদের তৃতীয় দিন রয়েছে হুমায়ূন আহমেদের আলোচিত সিনেমা ‘শ্রাবণ মেঘের দিন’। এ সিনেমায় অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মুক্তি, জাহিদ হাসান, গোলাম মোস্তাফা প্রমুখ। ৪র্থ দিন প্রচারিতব্য সিনেমা ‘চন্দ্রকথা’তে অভিনয় করেছেন শাওন, ফেরদৌস, আসাদুজ্জামান নুর প্রমুখ।

‘নয় নম্বর বিপদ সংকেত’র একটি দৃৃশ্যপঞ্চম দিন দেখানো হবে হুমায়ূন আহমেদের গল্পে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘দারুচিনি দ্বীপ’। এতে অভিনয়ে রয়েছেন মম, রিয়াজ, বিন্দু, ইমন, মুনমুন, মোশাররফ করিম, আসাদুজ্জামান নুর, ডলি জহুর প্রমুখ। ৬ষ্ঠ দিন প্রচার হবে হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’।  অভিনয়ে মাহফুজ আহমেদ, শাওন, রিয়াজ, ডঃ এজাজ, শবনম পারভীন প্রমুখ। ঈদের ৭ম দিন ‘নয় নম্বর বিপদ সংকেত’ দেখানো হবে।  হুমায়ূন আহমেদ’র পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন দিতি, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ, চৈতি, রূপক, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ২১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।