ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে মিশু-ফারিনের ‘ডেঞ্জার লাভ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মে ২৪, ২০২০
ঈদে মিশু-ফারিনের ‘ডেঞ্জার লাভ’

করোনা ভাইরাসের দুর্যোগের মধ্যেও মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা থেকে সরে দাঁড়াননি নাট্যনির্মাতারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশন ও অনলাইনে প্রকাশ পেতে যাচ্ছে নতুন নাটক ও টেলিফিল্ম। সে তালিকায় রয়েছে গোলাম সারোয়ার অনিকের রচনায় ও মোহন আহমেদ নির্মিত নাটক ‘ডেঞ্জার লাভ’।

নাটকটিতে প্রেমিক-প্রেমিকার ভয়ংকর সব কর্মকাণ্ড দেখতে পাবেন দর্শক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনিয়া ফারিন।

এছাড়াও অভিনয় করেছেন বড়দা মিঠু, আবদুল্লাহ রানা, তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, আমায়া নূর, জেরিন খান, আলিঝানুর ইসলাম তানিয়া প্রমুখ।

গরু জবাই করার চাপাতি নিয়ে প্রেমিক-প্রেমিকা একজন আরেকজনের দিকে তেড়ে যেতেও নাটকটির গল্পে দেখা যাবে! এছাড়া তাদের নানা অবাক করা কর্মকাণ্ড উঠে আসবে এতে। মিশু সাব্বির ও তাসনিয়া ফারিন প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন।

নির্মাতা জানান, প্রযোজনা পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হবে ঈদ আয়োজনে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।